নিজস্ব প্রতিবেদক
জামালপুর | ১৪ জুলাই ২০২৫, সোমবার
জামালপুরে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে দুই কিশোরকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আব্দুর রহিম। সোমবার (১৪ জুলাই) দুপুরে এ রায় ঘোষণা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার পিঙ্গলহাটি গ্রামের বাসিন্দা আরিফ হোসেন (১৬) ও ফয়জুল করিম হীরা (১৩)। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিল এবং রায়ের পরপরই তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি বিকেলে স্কুল থেকে ফেরার পথে কৌশলে ওই ছাত্রীকে একটি বাঁশবাগানে ডেকে নেয় অভিযুক্তরা। সেখানেই তারা তাকে পালাক্রমে ধর্ষণ করে।
পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থী বাসায় ফিরে ঘটনাটি জানালে তার বাবা ১১ ফেব্রুয়ারি জামালপুর সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা যথাযথ তদন্ত শেষে একই বছরের ১৯ মে আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলায় মোট ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য-প্রমাণ যাচাই-বাছাই শেষে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে বিচারক প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
রায়ে বিচারক বলেন, “অপরাধের ভয়াবহতা বয়সের সীমা মানে না। শিশু নির্যাতনের মতো অপরাধ সমাজে ভয়ংকর প্রভাব ফেলে। তাই দোষীদের কঠোর শাস্তি দেওয়া প্রয়োজন।”
রায় ঘোষণার পর ভিকটিমের পরিবার সন্তোষ প্রকাশ করেছে। তারা বলেছে, “ন্যায়বিচার পেয়েছি। তবে ভবিষ্যতে যেন এমন অন্যায় আর কোনো শিশুর জীবনে না ঘটে।”