জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলার মেলান্দহ থানায় এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। থানার পরিত্যক্ত জায়গার সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে তিনি সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বাউন্ডারির ভেতরে ফলজ ও ফুলের চারাগাছ রোপণ করেন।
উক্ত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম আলমগীর,
স্থানীয় সুধীমহলসহ নানা শ্রেণি-পেশার মানুষ। পরিবেশবান্ধব ও সচেতনতামূলক এমন পদক্ষেপ থানা এলাকায় সৌন্দর্য ও সবুজ পরিবেশ গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে।
ওসি শফিকুল ইসলাম জানান, “থানা শুধু আইনশৃঙ্খলা রক্ষার স্থান নয়, এটিও পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে পরিচালিত হওয়া উচিত। এই চিন্তা থেকেই আমাদের এ উদ্যোগ। ”স্থানীয় প্রশাসনের এই ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে, যা অন্যান্য থানার জন্যও অনুকরণীয় হতে পারে।
একটি মন্তব্য পোস্ট করুন