ওসির মানবিক উদ্যোগে রক্ষা পেল ৯ মাসের অন্তঃসত্ত্বা বৃষ্টি — আলোকদিয়ায় জন্ম নিল ফুটফুটে কন্যাশিশু

 

জামালপুর প্রতিনিধি:

জামালপুর জেলার মেলান্দহ থানার অন্তর্গত মালঞ্চ আলোকদিয়া গ্রামের এক অসহায় ৯ মাসের অন্তঃসত্ত্বা নারী বৃষ্টি (২০), অর্থের অভাবে হাসপাতালে যেতে না পেরে শেষমেশ থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে সাহায্যের জন্য ফোন করেন।

বৃষ্টির পিতা আব্দুল বারেক জানান, তিনদিন যাবৎ প্রসব যন্ত্রণায় ভুগছিল তার মেয়ে। পরিবারের আর্থিক সঙ্কট ও শ্বশুরবাড়ির কোনো সহায়তা না থাকায় তারা চরম দুশ্চিন্তায় ছিলেন।

এই দুঃসময়ে বৃষ্টি সরাসরি ফোন করে আশ্রয় নেন মানবিক পুলিশ অফিসার, মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলামের কাছে। ফোন পেয়েই ওসি নির্দেশ দেন এসআই রফিকুল ইসলামকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে। পুলিশ সদস্যের সহযোগিতায় বৃষ্টিকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়।

অদ্য ২৮ জুলাই ২০২৫, হাসপাতালেই ফুটফুটে এক কন্যাশিশুর জন্ম দেন বৃষ্টি। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ওসি রফিকুল ইসলাম বলেন,

“পুলিশ শুধু অপরাধ দমনেই নয়, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের আসল দায়িত্ব। বৃষ্টির ফোন পেয়ে আমরা যতটা দ্রুত সম্ভব ব্যবস্থা নেই। আল্লাহর রহমতে মা ও সন্তান দুজনেই ভালো আছে।”

বৃষ্টির পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,

“আজ পুলিশ না থাকলে কী হতো জানি না। ওসি সাহেব ও এসআই রফিকুল ইসলামকে আল্লাহ হায়াত দান করুন।”

মা ও নবজাতক শিশুর সুস্থতা কামনায় সবাইকে দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন