সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ।


 জামালপুর প্রতিনিধি | ১৭ জুলাই ২০২৫

সারাদেশে ক্রমাগত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাগরিক নিরাপত্তাহীনতার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জেলা শাখা। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে জেলা যুবদলের উদ্যোগে শহরের দয়াময়ী মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলের নেতৃত্ব দেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান। বিক্ষোভকারীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাইপাস মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন। সমাবেশে বক্তৃতা করেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ অন্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “বর্তমান সরকারের ব্যর্থতায় দেশে চরম অরাজকতা সৃষ্টি হয়েছে। মানুষ আজ চরম নিরাপত্তাহীনতায় দিন পার করছে।” তারা আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য বন্ধ করতে হবে। অবিলম্বে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”
নেতৃবৃন্দ অবিলম্বে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, গঠনমূলক রাজনীতি এবং সুশাসন নিশ্চিত করার দাবি জানান।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন