অনলাইন ডেস্ক:
আজ ২১ জুলাই (সোমবার) দুপুরে রাজধানী ঢাকার উত্তরা এলাকায় মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। আইএসপিআর (ISPR) জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ক্যাম্পাসে আছড়ে পড়ে। সাথে সাথে আগুন ধরে যায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর পরই ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। একজন ফায়ার সার্ভিস কর্মী জানিয়েছেন, এই দুর্ঘটনায় অন্তত ৬-৭ জন শিক্ষার্থী দগ্ধ হয়েছে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
একটি মন্তব্য পোস্ট করুন