কুলিয়া ইউনিয়নে যুবদল,সেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ সভা - desh bangla tv


জামালপুর প্রতিনিধি: 

জামালপুরঃ দেশের সমসাময়িক পরিস্থিতি ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নে জাতীয়তাবাদী যুব দল, সেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগ যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ জুলাই রবিবার বিকেল ৩টার দিকে টনকী জোবায়দা জব্বার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা যুবদলের আহবায়ক মনোয়ার হোসেন মনু। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি এবং মেলান্দহ -মাদারগঞ্জের প্রাণ প্রিয় জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল তিনি বলেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে ডঃ মুহাম্মাদ ইউনুস সরকার বলেছেন। তাই আমাদের এমন কোন কর্মকাণ্ড করা যাবে না, যে জনগণ কষ্ট পায়। আমাদের দুই, একজন কর্মীর অনৈতিক কর্মকান্ডের জন্য দলের বদনাম হতে দেওয়া যাবে না। যারা অপকর্মের সাথে জড়িত হবে তাদের কে দল থেকে বহিষ্কার করা হবে। এই জন্য সকল কে সজাগ থাকবে হবে এবং সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার সজাগ থাকতে হবে। আগামী বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান ঠান্ডা, সাধারণ সম্পাদক মোঃ সুরুজ্জামান সুরুজ, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মেহেদী হাছান মেহের, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন রাজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মোল্লা, সহসাংগঠনিক সম্পাদক ও কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান,আবু হুরাইরা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহের উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ গফুর। বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিনহাজ উদ্দিন, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক উমর আলী,সদস্য সচিব সেলিম মিয়া,যুগ্ম আহ্বায়ক সুমন মাহবুব, মশিউর রহমান,শাহিদুল ইসলাম শহিদুল, মেলান্দহ উপজেলা ছাত্র দলের আহবায়ক মনিরুজ্জামান শিপলু ফকির,সদস্য সচিব রকিব হাসান রনি, উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম তামিম, যুগ্ম আহবায়ক লিখন খন্দকার,যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহাম্মেদ জুয়েল,রুকনুজ্জামান। আরো বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মাসুদ রানা, সিনিয়র যুগ্ম আহবায়ক মোরাদুজ্জামান, যুবদলের নেতা রেজাউল করিম, কুলিয়া ইউনিয়ন ছাত্র দলের আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ,সদস্য সচিব রুবেল, কুলিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক বাবুল মিয়া,সদস্য সচিব শিপন মিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ সামিউল ইসলাম।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন