স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক, একাধিকবার কারা নির্যাতিত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একনিষ্ঠ ও দলের দুঃসময়ের পরীক্ষিত কর্মী মরহুম মুস্তাফিজুর রহমান ভোলা তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মূলবাড়ি স্টুডেন্টস ক্লাবের উদ্যোগে পৌর কেন্দ্রীয় গোরস্থানের পূর্বপার্শ্বে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে মোনারপাড়া স্পোর্টিং ক্লাব ১ গোলে আরামনগর ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। উদ্বোধন করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন। বিশেষ অতিথি হিসেবে সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীরসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজনের প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএস সম্পদ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মরহুম মুস্তাফিজুর রহমান ভোলা তালুকদারের ছেলে কামরুল হাসান তালুকদার। সঞ্চালনা করেন আশরাফুল হাসান তাহেরী লিমন।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ফ্রিজ উপহার তুলে দেন অতিথিরা। এসময় কানায় কানায় দর্শকের উপস্থিতি ছিল।
একটি মন্তব্য পোস্ট করুন