সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত


জামালপুর প্রতিনিধি:

সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে ১৩ আগষ্ট বুধবার মেলান্দহের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে পাঁচ হাজার ফলদ, বনজ, ঔষধি গাছের চারা বিতরন করা হয়েছে। মেলান্দহ উপজেলার টনকি জোবায়দা জব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্টিত বৃক্ষরোপন কর্মসুচীতে প্রধান অতিথি ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার এস এম আলমগীর,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডঃ আনিছুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলম। জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সম্রাট। চ্যানেল আই ও বাংলালিং'র সহায়তায় অনুষ্ঠিত ওই বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক বজলুর রহমান, সাংবাদিক সাজ্জাদ আনসারী, সাংবাদিক রুহুল আমিন রাজু, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. খন্দকার আবুল হাশেম, প্রধান শিক্ষক গোলাম মতিউর রহমান, টনকী কুলিয়া কলেজের অধ্যক্ষ মীর সরোয়ার কবীর রুহেল,অধ্যাপক এম,এ মান্নান, অধ্যাপক আজিজুর রহমান, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু হুরাইরা,মেলান্দহ উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ডাঃ মেহেদী হাছান মেহের,কুলিয়া ইউনিয়ন বিএনপির  যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, বাংলালিংক মার্কেটিং ডেভেলপ মেন্ট অফিসার আব্দুল্লাহ আল মামুন, ম্যানেজার শাহরিয়ার কবির প্রমুখ। মেলান্দহের টনকী এলাকার প্রোগ্রাম শেষে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীসহ অন্যান্য কর্মকর্তাগণ মেলান্দহের তারাকান্দী ইসলামীয়া আলিম মাদ্রাসায় পৌঁছেন। পরে তারাকান্দী ইসলামীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল আজিজ ও মাদ্রাসা পরিচালনা কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম এর সহযোগীতায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উপেষ্টাগণ ওই মাদ্রাসার সকল শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরন করেন।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন