গণ-অভ্যুত্থান দিবসে সরিষাবাড়ীতে জনতার ঢল, বিএনপির মিছিল

গণ-অভ্যুত্থান দিবসে সরিষাবাড়ীতে জনতার ঢল, বিএনপির মিছিল



স্টাফ রিপোর্টারঃ

জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা বিএনপির আয়োজনে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' উপলক্ষে বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে জনতার ঢল নামে। উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বাদ্যযন্ত্র, জাতীয় পতাকা, বাহারি পোশাক ও সাজসজ্জাসহ অংশগ্রহণ করেন।

মিছিল শেষে বাউসি পপুলার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।

সমাবেশে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন, জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল প্রমুখ।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু।

অনুষ্ঠানে গণ-অভ্যুত্থানে শহীদ রবিউলের বড় ভাই, শহীদ রাব্বীর বাবা ও শহীদ মোখলেছুর রহমানের বাবা উপস্থিত থেকে তাঁদের প্রিয়জনদের মাগফেরাত কামনায় দোয়া করেন এবং গণহত্যার দায়ে তৎকালীন সরকারের বিচার দাবি করেন।


0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন