জামালপুরে চাল কালোবাজারি অভিযোগে দুইজন গ্রেপ্তার


জামালপুর প্রতিনিধি:

জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা এলাকায় চাল কালোবাজারির অভিযোগে মুক্কুল ও সুজন নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলকোচা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে সরকারি ও বেসরকারি চাল কিনে অধিক দামে বিক্রি করে আসছিল। এতে এলাকায় চালের সংকট তৈরি হওয়ার পাশাপাশি সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছিলেন।মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে চাল কালোবাজারির সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার সকালে গ্রেপ্তারকৃত মুক্কুল ও সুজনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারী ও কালোবাজারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন