জামালপুরে মাদক ও তামাকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত


জামালপুর প্রতিনিধি :

জামালপুর সোমবার সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষক মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মাদক ও তামাকবিরোধী একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হাছিনা বেগম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন এবং জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক। মুখ্য আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্লাহ কাজল। অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি বিএনসিসি প্লাটুন, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরাও উপস্থিত ছিলেন। সভায় মাদক ও তামাকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মাঝে নৈতিক ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন