মেলান্দহ থানায় নবনির্মিত বৈঠকখানা ও বাইক শেডের শুভ উদ্বোধন


জামালপুর প্রতিনিধি :

জামালপুরের মেলান্দহ থানায় নবনির্মিত বৈঠকখানা ও বাইক শেডের শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার রফিকুল ইসলাম পিপিএম (সেবা)। বুধবার সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই অবকাঠামোর উদ্বোধন করেন তিনি। এ সময় মেলান্দহ ও মাদারগঞ্জ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভুঁইয়া, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, থানার এসআই, এএসআইসহ উপস্থিত পুলিশ সদস্যবৃন্দ অংশ নেন। উদ্বোধন শেষে পুলিশ সুপার নবনির্মিত স্থাপনা পরিদর্শন করেন এবং থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবামূলক কার্যক্রমে আরও গতি আনতে কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন। স্থানীয় পুলিশ সদস্যরা জানান, নবনির্মিত বৈঠকখানা ও বাইক শেডের মাধ্যমে থানার দৈনন্দিন কার্যক্রম আরও সুশৃঙ্খল ও সহজতর হবে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন