জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন

জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন

জামালপুর প্রতিনিধি: 

মিডিয়া সেল, জেলা পুলিশ জামালপুর | ১০ আগস্ট ২০২৫

"সেবার ব্রতে চাকরি" — এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রথম দিনের কার্যক্রম আজ সম্পন্ন হয়েছে।

সকাল ৮টা থেকে জামালপুর পুলিশ লাইন্স মাঠে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হয়। এ কার্যক্রমে সভাপতিত্ব করেন জামালপুর জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা, পুলিশ সুপার, জামালপুর। নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), নেত্রকোনা; জনাব মাহফুজা খাতুন, ডিএসবি, ময়মনসিংহ; বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন,

"সম্পূর্ণ মেধা, স্বচ্ছতা ও শারীরিক যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ হবে। কোনো প্রকার প্রতারণা বা দালালের খপ্পরে পড়া থেকে বিরত থাকুন। গত দুইবারের নিয়োগ শতভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। যোগ্য প্রার্থীরা অবশ্যই চাকরি পাবেন।"

তিনি আরও প্রার্থীদের সতর্ক করে জানান,

"দালালের সঙ্গে যোগাযোগ নিজের ও পরিবারের ক্ষতি ডেকে আনবে।"

আগামীকাল ১১ আগস্ট ২০২৫ সকাল ৭টার মধ্যে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের Physical Endurance Test (PET)-এ অংশ নিতে হবে। প্রার্থীদের কেডস, ইনডেমনিটি ফরম পূর্ণাঙ্গভাবে পূরণ ও স্বাক্ষরিত কপি সঙ্গে আনতে হবে। মোবাইল ফোন আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

দিনব্যাপী এ নিয়োগ কার্যক্রমে নিয়োগ বোর্ডের সদস্য, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন