জামালপুর প্রতিনিধি:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে, যেখানে বক্তারা হত্যাকারীদের দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
শনিবার (৯ আগস্ট) সকালে শহরের দয়াময়ী মোড়ে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। বক্তারা বলেন, সত্য ও ন্যায় প্রকাশের পথে সাংবাদিকরা বারবার হামলা ও হত্যার শিকার হচ্ছেন, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি।
গত ৭ আগস্ট সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। তদন্তে জানা যায়, তুহিন একটি “হানিট্র্যাপ” ঘটনা ভিডিও করছিলেন। দুর্বৃত্তরা ভিডিওটি মোছার দাবি করে, কিন্তু তিনি রাজি না হওয়ায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়।
তুহিন হত্যার আগের দিন আরেক সাংবাদিক আনোয়ার হোসেন (দৈনিক বাংলাদেশের আলো) গাজীপুর শহরে চাঁদাবাজি সংক্রান্ত সংবাদ সংগ্রহের সময় ইটের আঘাতে গুরুতর আহত হন। ঘটনাটি পুলিশ উপস্থিত থাকাকালেই ঘটে।
পুলিশ ও র্যাব দ্রুত অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে ‘স্বাধীন’ নামে এক আসামি হত্যার দায় স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন ফয়সাল (কেতু মিজান), তার স্ত্রী গোলাপ, স্বাধীন, আল আমিন, সুমন, শাহ জালাল ও ফয়সাল হাসান।
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ১৫ দিনের মধ্যে মামলার অভিযোগপত্র দাখিল করা হবে এবং অপরাধীদের কেউই ছাড় পাবে না।
তুহিন হত্যার প্রতিবাদে শুধু জামালপুর নয়, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক সমাজ মানববন্ধন, বিক্ষোভ ও স্মরণসভা আয়োজন করেছে। সাংবাদিক নেতারা এ ঘটনায় সরকারকে কার্যকর সুরক্ষা আইন প্রণয়ন ও দ্রুত বিচারের আহ্বান জানিয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন