হাকিকুল ইসলাম খোকন:
গত ২৯শে আগস্ট ২০২৫,শুক্রবার দুপুর ১২টা থেকে ২.৩০মিনিট পর্যন্ত মসজিদ দারুল কোরআন এর পার্কিং লটে বাংলাদেশেীদের উদ্যেগে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সিনিয়র সিটিজেনদের জন্য ফ্রি মেডিক্যাল সাপ্লাই ইন্সটিটিউটমেন্ট বিতরণ করা হয় ।উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ও কমিউনিটি এক্টভিষ্ট গোলাম ফারুক শাহীন এবং এমডিকিউবিসি-এর সদস্য মুশফিকুল আমিন।খবর আইবিএননিউজ। এই মানবতার সেবায় আমাদেরকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে এনজেলা হাউজ চ্যারেটি।এই জন্য আমরা বিশেষ ভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এনজেলা হাউজের মিস মারিয়া রোটাকে ।তার সহযোগিতায় আমরা এই মহৎ কাজটি কমিউনিটির জন্য করতে পেরেছি বলেছেন গোলাম ফারুক শাহীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ দারুল কোরআন এর প্রতিষ্ঠাতা ও কমিউনিটি এক্টভিষ্ট এবং সাফোক কাউন্টির ডা: হাফিজুর রহমান এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ দারুল কোরআন এর সাবেক সভাপতি সাহিদ মিয়ান জি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ দারুল কোরআন এর সভাপতি ফুহাদ খাঁন ,ডাঃ আবু হক, ডা:রাশেদ জাভেদ খাঁন ,মসজিদ দারুল কোরআন এর বিওটি সদস্য মেজবাহ উদ্দিন হেলাল,আফ্রিকান কমিউনিটির ফৌজি এন্টিনিউ, ইফরান কাওয়াজ, আজাহার চৌধুরী ও আফ্রিকান কমিউনিটির আবুবকর সিদ্দিক। আরো উপস্থিত ছিলেন সএমডিকিঊবিসিসএর সদস্য রুমন প্রধান,সদস্য তারেকুর রহমান,শাজাহান সিরাজ,শওকত আলী, মোহাম্মদ হাসান আলী ,সালাহ প্রমুখ। উল্লেখ্য প্রতি মাসের শেষ শুক্রবার এই কর্মসূচী অনুষ্ঠিত হবে ।দুপুর ১২টা থেকে ২.৩০ মিনিট পর্যন্ত চলবে। উদ্যাক্তারা এই মহৎ কাজের জন্য কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন