জামালপুর প্রতিনিধি:
গতকাল ১৩/০৯/২৫ তারিখ ১৭.৩০ ঘটিকায় এসআই (নিঃ) মোঃ সাজেদুল ইসলাম খান, এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) শীতল পাল, এএসআই (নিঃ) সবুজ মিয়া, কং/৪৪৭ সোহেল সহ মেলান্দহ থানার একটি বিশেষ অভিযানিক দল মেলান্দহ থানাধীন মেলান্দহ বাজারস্থ ছাগল হাটির ইজারা অফিসের সামনে পাকা রাস্তার উপর হইতে ২০৫০ পিস ইয়াবা সহ আসামি ১। দুলাল (৪৫), পিতা-মৃত, শামছুল সর্দার, মাতা-মৃত বেগম, সাং-চর খাবুলিয়া, ইউপি-মাহমুদপুর, থানা-মেলান্দহ, জেলা-জামালপুর কে গ্রেফতার করা হয় এবং সহযোগী আসামি ২। মিনা বেগম (৩৭), স্বামী- দুলাল, সাং-চর খাবুলিয়া, থানা-মেলান্দহ, জেলা-জামালপুর পালিয়ে যায়। আসামি দুলাল(৪৫) জানায় যে তার সহযোগী অপর আসামী ৩। ফকরুল (৪৮), পিতা-মৃত, নয়ন মন্ডল, সাং-মাহমুদপুর বাজার, থানা-মেলান্দহ, জেলা-জামালপুর এর নিকট বিক্রয়ের উদ্দেশ্যে মেলান্দহ বাজার হইতে রওনা করিতেছিলো। আসামিদের বিরুদ্ধে মেলান্দহ থানার মামলা ১৩(৯)২৫ নম্বর রুজু হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন