জামালপুর প্রতিনিধি :
টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার মহোদয় ও সিভিল সার্জন মহোদয়। কর্মশালার সভাপতিত্ব করেন জনাব ইফতেখার ইউনুস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জামালপুর। অনুষ্ঠানে প্রেস ব্রিফিং এর মাধ্যমে সিভিল সার্জন মহোদয় টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ ক্যাম্পেইনকে সফল করে তুলতে হবে। এসময় তিনি জামালপুরের স্বনামধন্য সাংবাদিকদের আহ্বান জানান— সাধারণ জনগণের মধ্যে ক্যাম্পেইনের প্রচারণা জোরদার করতে সক্রিয় ভূমিকা রাখার জন্য।
একটি মন্তব্য পোস্ট করুন