জামালপুর প্রতিনিধি :
আসন্ন ৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে জামালপুর জেলার বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই সমিতির সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হযরত শাহজামাল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো: আশরাফুল ইসলাম বুলবুল। তিনি এর আগে সফলভাবে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে সমিতির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে ভূমিকা রাখেন বলে জানিয়েছেন সমিতির অনেক সদস্য। প্রার্থী আশরাফুল ইসলাম বুলবুল সাংবাদিকদের জানান, “আমি যদি পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হই, তবে সমিতির সদস্যদের কল্যাণে কাজ করব এবং বেসরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জোর দেব। জেলা শহরে স্বাস্থ্যখাতের যে সমস্যা রয়েছে তা সমাধানে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব।” এদিকে নির্বাচনী পরিবেশ নিয়ে সমিতির সদস্যরা আশাবাদ ব্যক্ত করেছেন। তারা মনে করেন, একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হলে জেলার স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে। জামালপুর জেলার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলে জেলার স্বাস্থ্যখাতে নতুন গতি সঞ্চার হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
একটি মন্তব্য পোস্ট করুন